leadT1ad

খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি, কর্মী নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০: ০০
নিহত বিএনপিকর্মী এমদাদুল হক

খুলনা নগরের আড়ংঘাটা থানাধীন কুয়েট-সংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপির এক কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এমদাদুল হক নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বিএনপি নেতাসহ দুজন।

রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের আইটি গেট সংলগ্ন বিএনপির স্থানীয় দলীয়ে কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান।

ওসি বলেন, রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক (৫৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বিএনপি কর্মী মামুন শেখ (৪৫) এবং স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, রোববার রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি চালায়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মামুন শেখের পাশে থাকা এমদাদুল হকের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরও গুলি চালালে মামুন শেখ ও বেল্লাল গুলিবিদ্ধ হন। তখন দলীয় নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত এমদাদুল হক একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলেও জানান ওসি তুহিনুজ্জামান। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটন এবং তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

অন্যদিকে আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেন। রোববার রাতেও তিনি বিএনপির স্থানীয় দলীয়ে কার্যালয়ে আড্ডা দিচ্ছিলেন।

রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং এসময় গুলিতে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করে। গুলিতে মামুনসহ তিন জন আহত হন। এর মধ্যে একজন নিহত হয়েছেন। বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, গুলিতে আহত মামুনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা চলছে।

হিট্টু বলেন, ‘নিহত ও আহত ব্যক্তিরা আমাদের দলীয় নেতাকর্মী।’

অপরদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে নগরের লবণচরা থানার মুক্তার হোসেন সড়কে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

গুলি বাড়ির জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকলেও এতে কেউ হতাহত হয়নি।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, রোববার রাত ৯টার দিকে লবণচরার মুক্তার হোসেন সড়কে অটোরাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি বলেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad 300x250

সম্পর্কিত