স্ট্রিম সংবাদদাতা
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আবারও ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানদের ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একটি অংশ। এরপর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে ৬ মাস না যেতেই প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটায় আবার শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র পোষ্য কোটায় ভর্তি-সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা যায়নি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবি হলো এই কোটায় ভর্তি অব্যাহত রাখতে হবে।
এদিকে, প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্তে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) জনসংযোগ কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি বাতিলজনিত শূন্য আসন পূরণসহ সব কোটা ও প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় শর্তসাপেক্ষে পোষ্য ভর্তি করানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পোষ্য ভর্তির ব্যবস্থা বাতিল না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপদকালীন সময়ের জন্য পোষ্য ভর্তির বিষয়টি স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছিল। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধার সম্ভাব্যতা নির্ধারণে একটি কমিটিও গঠন করা হয়। এরপর পোষ্য কোটায় ভর্তি পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর একজন সন্তান পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবে। প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন পোষ্য কোটায় ভর্তি হতে পারবে। আর এক শিক্ষাবর্ষে পুরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ৪০ জন। পোষ্য ভর্তির ন্যূনতম পাস নম্বর ৪০ শতাংশ। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এসব সিদ্ধান্ত পরবর্তী শিক্ষা পর্ষদের সভায় উত্থাপন করে অনুমোদন নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতাকর্মীরা। টানা ১৯ ঘণ্টা অনশনের পর উপাচার্যের আশ্বাসে তা প্রত্যাহার করে নেন তাঁরা। এরপর উপাচার্য পোষ্য কোটা স্থগিত এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এরপর ৪ ফেব্রুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই দিনই পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন জাবি উপাচার্য।
দর্শন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জুনাইদ হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, জাকসু নির্বাচনের উৎসবমুখর সময়ের মধ্যে প্রশাসন কোটা প্রথা আবার চালু করেছে। শিক্ষক ও কর্মচারীদের সন্তান কি অনগ্রসর? কিসের ভিত্তিতে তাদের কোটা দেওয়া হবে?
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করেছে। গণ-অভ্যুত্থানের এক বছর পর প্রশাসনের এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্র ইউনিয়নের জাবি শাখার সদস্য আদৃতা রায় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শুরুই হয় কোটাপ্রথার মতো বৈষম্যমূলক একটা সিস্টেম বাতিলের দাবিতে। এত ত্যাগ, রক্তের পর এসে আমরা দেখছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় আবার সেই একই বৈষম্যের ধারা চালু করার পায়তারা করছে। এটা শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে একটা বিশাল প্রতারণা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পোষ্য কোটা স্থগিত রেখেছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি বাতিল করা হয়, তাহলে যে কেউ রিট করলে এটা ফিরে আসতো। তাই আমরা সংস্কার করে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় পোষ্যদের নিয়ে আসছি। তবে পোষ্য ভর্তির ক্ষেত্রে অনেকগুলো শর্ত আরোপ করেছি।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আবারও ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানদের ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একটি অংশ। এরপর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে ৬ মাস না যেতেই প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটায় আবার শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র পোষ্য কোটায় ভর্তি-সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা যায়নি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবি হলো এই কোটায় ভর্তি অব্যাহত রাখতে হবে।
এদিকে, প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্তে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) জনসংযোগ কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি বাতিলজনিত শূন্য আসন পূরণসহ সব কোটা ও প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় শর্তসাপেক্ষে পোষ্য ভর্তি করানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পোষ্য ভর্তির ব্যবস্থা বাতিল না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপদকালীন সময়ের জন্য পোষ্য ভর্তির বিষয়টি স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছিল। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধার সম্ভাব্যতা নির্ধারণে একটি কমিটিও গঠন করা হয়। এরপর পোষ্য কোটায় ভর্তি পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর একজন সন্তান পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবে। প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন পোষ্য কোটায় ভর্তি হতে পারবে। আর এক শিক্ষাবর্ষে পুরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ৪০ জন। পোষ্য ভর্তির ন্যূনতম পাস নম্বর ৪০ শতাংশ। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এসব সিদ্ধান্ত পরবর্তী শিক্ষা পর্ষদের সভায় উত্থাপন করে অনুমোদন নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতাকর্মীরা। টানা ১৯ ঘণ্টা অনশনের পর উপাচার্যের আশ্বাসে তা প্রত্যাহার করে নেন তাঁরা। এরপর উপাচার্য পোষ্য কোটা স্থগিত এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এরপর ৪ ফেব্রুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই দিনই পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন জাবি উপাচার্য।
দর্শন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জুনাইদ হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, জাকসু নির্বাচনের উৎসবমুখর সময়ের মধ্যে প্রশাসন কোটা প্রথা আবার চালু করেছে। শিক্ষক ও কর্মচারীদের সন্তান কি অনগ্রসর? কিসের ভিত্তিতে তাদের কোটা দেওয়া হবে?
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করেছে। গণ-অভ্যুত্থানের এক বছর পর প্রশাসনের এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্র ইউনিয়নের জাবি শাখার সদস্য আদৃতা রায় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শুরুই হয় কোটাপ্রথার মতো বৈষম্যমূলক একটা সিস্টেম বাতিলের দাবিতে। এত ত্যাগ, রক্তের পর এসে আমরা দেখছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় আবার সেই একই বৈষম্যের ধারা চালু করার পায়তারা করছে। এটা শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে একটা বিশাল প্রতারণা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পোষ্য কোটা স্থগিত রেখেছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি বাতিল করা হয়, তাহলে যে কেউ রিট করলে এটা ফিরে আসতো। তাই আমরা সংস্কার করে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় পোষ্যদের নিয়ে আসছি। তবে পোষ্য ভর্তির ক্ষেত্রে অনেকগুলো শর্ত আরোপ করেছি।
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
৩৫ মিনিট আগেপুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
১০ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনায় অসুস্থ হওয়া কিশোর তানভীর (১৪)। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগেদেশে বর্তমানে ৩০৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে সক্রিয়ভাবে উৎপাদনে আছে প্রায় ২৫০টি কোম্পানি। বাপির প্রাথমিক জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী, শুধু শীর্ষ ৪৫টি কোম্পানিরই প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে।
১০ ঘণ্টা আগে