leadT1ad

ময়নাতদন্ত শেষে স্বর্ণময়ীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ১০
স্বর্ণময়ী বিশ্বাস। ফাইল ছবি

ঢাকা স্ট্রিমের গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১৯ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে স্বর্ণময়ীর ময়নাতদন্ত হয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বাসার নিজ কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শের-ই-বাংলা নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটিকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আজ রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শের-ই-বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) অমৃতা চাকমা স্ট্রিম জানান, ‘স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে যাই এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করি।’

তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষণে তাঁর বাম হাতের কব্জিতে একটি গভীর কাটা দাগ পাওয়া গেছে, যেখান থেকে রক্ত গড়িয়ে পা পর্যন্ত গিয়েছিল। এছাড়া তাঁর গলায় অর্ধচন্দ্রাকার কিছু চিহ্ন ছিল। শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক স্ট্রিমকে বলেন, স্বর্ণময়ী বাসায় নিজের কক্ষে ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে ডাকাডাকি করলে দরজা খোলেননি তিনি। পরে চাবি দিয়ে বাইরে থেকে দরজা খুলে পরিবারের সদস্যরা দেখতে পান, স্বর্ণময়ী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্ট্রিমকে বলেন, ‘‌‌গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বর্ণময়ীকে তাঁর পরিবারের সদস্যরা পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পৌনে সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।’

ফজলুল করিম বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।

Ad 300x250

সম্পর্কিত