leadT1ad

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের প্রতি আহ্বান বাংলাদেশের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৭: ২৯
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই—তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করিয়ে দেয় যে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য একটি অবশ্য পালনীয় দায়িত্ব।

এর আগে, আজ দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর প্রধান থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় রাজসাক্ষী হওয়ায় তাঁকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়েছে।

দেড় দশক ধরে দেশ শাসন করা শেখ হাসিনা ১৫ মাস আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তিনিই বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধান, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন।

উল্লেখ্য, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সরকার একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠন করেছিল, সেই আদালত থেকেই তাঁর সর্বোচ্চ সাজার রায় এলো। এই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

Ad 300x250

সম্পর্কিত