leadT1ad

তুচ্ছ ঘটনায় সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফটকে সকালে দেখা যায় পোড়া দাগ। স্ট্রিম ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ, ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

রোববার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় দফায় দফায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস।

এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু নিক্ষেপ করে। থুতু গিয়ে পড়ে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি মেস বাসায় হামলা ও ভাঙচুর করেন।

অগ্নিসংযোগ করা হয়েছে সিটি ইউনিভার্সিটির বাসে। স্ট্রিম ছবি
অগ্নিসংযোগ করা হয়েছে সিটি ইউনিভার্সিটির বাসে। স্ট্রিম ছবি

এ ঘটনা জানাজানির পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশো শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আরেকদফা সংঘর্ষ হয়।

একপর্যায়ে রাত ১২টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে ভাঙচুর শুরু করে। ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আগুন জ্বলছে।

ভোর সাড়ে ৪টার সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী স্ট্রিমকে জানান, বিশ্ববিদ্যালয়ের বেশকিছু জায়গায় আগুন দেখা গেছে। প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। উত্তেজনার এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এসময় সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ভাঙচুর ও কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে তিনটি বাসসহ একটি প্রাইভেটকার। ভাঙচুর চালানো হয় আরো পাঁচ যানবাহনে। ভোরের ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অগ্নিসংযোগ করা হয়। স্ট্রিম ছবি
সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অগ্নিসংযোগ করা হয়। স্ট্রিম ছবি

উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন জ্বলতে দেখা গেছে। একটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসও পুড়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সিটি ইউনিভার্সিটির সামনে গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান সকালের দিকে স্ট্রিমকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত