leadT1ad

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২: ৩১
আদালতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

গতকাল খায়রুল হককে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন। খায়রুল হকের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীর কাজলা পুলিশ বক্সের সামনে আব্দুল কাইয়ূম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। যাত্রাবাড়ী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান তাঁর দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আহাদ। নিহত আহাদের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৬৭ জনকে নামীয় ও ১ থেকে ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির নিজের বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেআইনি রায় প্রদান, জাল রায় তৈরি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Ad 300x250

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

পরিবারের দাবি মৃতদেহ সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ, সরকার বলছে ভিন্ন কথা

চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা

ইসলামি শক্তির ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

সম্পর্কিত