leadT1ad

লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম স্ট্রিমকে তাঁর মত্যুর খবর নিশ্চিত করেছেন। সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ১১টায় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে। বাদ জোহর জানাজা। সেখান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পরে গাড়িচালকের সহায়তায় তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা তখন জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। রাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে হার্টে দুটি রিং পরানো হয় এবং তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন।

Ad 300x250

সম্পর্কিত