স্ট্রিম প্রতিবেদক
এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম স্ট্রিমকে তাঁর মত্যুর খবর নিশ্চিত করেছেন। সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ১১টায় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে। বাদ জোহর জানাজা। সেখান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পরে গাড়িচালকের সহায়তায় তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকেরা তখন জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। রাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে হার্টে দুটি রিং পরানো হয় এবং তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন।
এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম স্ট্রিমকে তাঁর মত্যুর খবর নিশ্চিত করেছেন। সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ১১টায় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে। বাদ জোহর জানাজা। সেখান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পরে গাড়িচালকের সহায়তায় তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকেরা তখন জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। রাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে হার্টে দুটি রিং পরানো হয় এবং তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন।
মনীষী অতীশ দীপঙ্করের নামে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাকে সময়ের দাবি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
২ মিনিট আগেখ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৩০৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
২ ঘণ্টা আগেএলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
৩ ঘণ্টা আগে