leadT1ad

ইন্টারনেট শাটডাউন নিষিদ্ধ হচ্ছে, আসছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২২: ০৪
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় বিটিসিএলের সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ক এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি

প্রস্তাবিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এ ইন্টারনেট বন্ধের (শাটডাউন) ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় বিটিসিএলের সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ বিষয়ক এক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে।’

তবে অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত বিভিন্ন খাতের অংশীজন প্রতিনিধিরা অধ্যাদেশের খসড়ার ওপর তাদের মতামত তুলে ধরেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাদেশের খসড়াটি বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ই-মেইলে ([email protected]) অথবা সরাসরি সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা—এই ঠিকানায় লিখিতভাবে মতামত পাঠানো যাবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত