leadT1ad

১২৮ জুলাই-যোদ্ধার গেজেট বাতিল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৬: ২৭
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকা থেকে ১২৮ জনের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, কিছু কিছু জুলাই-যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এর মধ্যে গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং অহত নন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না—এমন ১০৫ জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করেছে।

গেজেট বাতিল হওয়াদের মধ্যে ময়মনসিংহ বিভাগের আছেন ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের তিন জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের দুজন।

যারা প্রতারণার মাধ্যমে জুলাই-যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদের তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন; তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Ad 300x250

সম্পর্কিত