leadT1ad

হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে চিঠি দেওয়া হবে: আইন উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ৪৭
প্রতিক্রিয়া জানাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্ট্রিম ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দিয়ে তাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেন।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখবো। যদি এই গণহত্যাকারীকে ভারত আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে—এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা ও অত্যন্ত নিন্দনীয় আচরণ।’

তিনি বলেন, ‘আজ একটি বিচার হয়েছে। ইনশাআল্লাহ, আমরা যতদিন আছি, বিচার পুরোদমে চলবে। এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

ট্রাইব্যুনালের এই রায়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে’ বলে উল্লেখ করেন আসিফ নজরুল। আগামীতে নির্বাচিত সরকার ন্যায়বিচার অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন, ‘বিচারের গুরুদায়িত্ব থেকে আগামী নির্বাচিত সরকার যেন কোনভাবেই পিছপা না হয়। সামনের নির্বাচিত সরকার ন্যায়বিচার অব্যাহত রাখবে বলে আশা রাখি।’

Ad 300x250

সম্পর্কিত