leadT1ad

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধে ৪০ কিমি জুড়ে যানজট, আসন পূর্বে অবস্থায় রাখার দাবি

বিজয়নগরে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চান্দুরা বাসস্ট্যান্ড থেকে যানজট হবিগঞ্জের অলিপুর পৌঁছে গেছে বলে জানা গেছে।

স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধে ৪০ কিমি জুড়ে যানজট। স্ট্রিম ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ লোকজন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে এই অবরোধের করে বিক্ষুব্ধরা। এতে বিকেল ৫টার দিকে মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার অংশ জুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ করা হয়। ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ-কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। দুপুরে সেখানে উপস্থিত ছিরেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিক রহমান, হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ অন্যরা।

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধে ৪০ কিমি জুড়ে যানজট। স্ট্রিম ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধে ৪০ কিমি জুড়ে যানজট। স্ট্রিম ছবি

এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চান্দুরা বাসস্ট্যান্ড থেকে যানজট হবিগঞ্জের অলিপুর পৌঁছে গেছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চালাচল করা যাত্রী-চালকেরা।

এর আগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, ‘বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হবেন এই এলাকার মানুষজন।’ তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান তিনি।

নিজেকের বিজয়নগরের সন্তান হিসেবে উপস্থাপন করে এনসিপি নেতা মো. আতাউল্লাহ বলেন, ‘আমরা বিজয়নগরের ১০ ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ ছিলাম, শান্তিতে ছিলাম। আমাদের অশান্ত করেছেন একজন ব্যক্তি। তিনি নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণে আবেদন না করলে আমরা অশান্ত হতাম না। আমাদের যে এই তপ্ত রোধ কষ্ট করতে হচ্ছে, এর একমাত্র কারণ রুমিন ফারহানা।’

আতাউল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশন যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেখানে আপত্তি জানিয়েছি। আমরা আন্দোলন করেছি। গণসাক্ষর কর্মসূচি করে বিজয়নগরবাসী লিখিতভাবে জানিয়ে দিয়েছে– আমরা তিন ইউনিয়ন সরাইল-আশুগঞ্জের সঙ্গে যেতে চাই না। সরাইল এবং আশুগঞ্জের প্রায় সব নেতা সাক্ষর দিয়ে, বক্তব্য দিয়ে বলেছেন তাঁরা বিজয়নগরের তিন ইউনিয়নকে চান না। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ শ্যামল ভাই আমাদের সঙ্গে ছিলেন।’

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন সদর ও বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন খসড়ায় বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মধ্যে দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে ২০ আগস্ট ‘বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের’ ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-কর্মসূচি পালিত হয়েছে। এতে দীর্ঘ যানজটের কবলে পড়েন ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীরা।

Ad 300x250

জাকসুর ভিপিপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বহাল চেয়ে আইনি নোটিশ

জাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ৯ দফা ইশতেহার

ট্রাইব্যুনালের জবানবন্দিতে শহীদ আনাসের মা বললেন, ‘হত্যাকারীদের ফাঁসি চাই’

২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ

ডাকসু নিয়ে ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

সম্পর্কিত