leadT1ad

২২ বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী পাবেন মানসিক স্বাস্থ্যসেবা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬: ৪০
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুরুতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী ধাপে ধাপে এই সেবা পাবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানান। কর্মশালার বিষয় ছিল ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় সেবার ধরন ও কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যুক্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, নতুন শিক্ষক নিয়োগের সময় মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহিষ্ণুতা, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব বলেন, ইউনেস্কোর সহায়তায় ইউজিসি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা গড়ে উঠবে এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও মজবুত হবে।

তিনি মনে করেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ক্লাব প্রতিষ্ঠা ও মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ সময়ের দাবি। পাশাপাশি শিক্ষকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সহায়তায় অভিভাবকদের সম্পৃক্ততা প্রয়োজন।

ইউজিসির পরিচালক মোছা. জেসমিন পারভিন জানান, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ পাবেন।

ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাস বলেন, এই মডিউলটি আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা ও জীবনদক্ষতার ওপর ভিত্তি করে তৈরি যা শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ ও ইতিবাচক সামাজিক আচরণে সহায়তা করবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইউজিসি কর্মকর্তারা অংশ নেন।

ইউজিসি ও ইউনেস্কো জুলাই-আগস্ট ২০২৪-এর চেতনাবোধ সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদা নিরূপণে একটি ট্রেনিং ম্যানুয়াল তৈরি করেছে।

বিষয়:

ইউজিসি
Ad 300x250

সম্পর্কিত