leadT1ad

আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে, পেঁয়াজ আমদানি করতে হবে না: কৃষি উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯: ৫১
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে এবং সরকার ইতোমধ্যে ধান ও চালের দাম নির্ধারণ করে দিয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি জানান, লোকসানে থাকা আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে ও দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় আমদানির প্রয়োজন হবে না।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি।’

দেশের অন্যান্য ফসলের পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো এবং দামও সহনীয় পর্যায়ে আছে। তবে এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।’

পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আশার কথা, পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না।’ কিছু অসাধু গোষ্ঠী পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করলেও তারা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

Ad 300x250

সম্পর্কিত