leadT1ad

হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল বিলস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩০
বিলসের উদ্যোগেএইচআরডিডি বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স বিষয়ে সংবাদকর্মীদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

রাজধানীর হোটেল এশিয়ায় মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত শনিবার (৩০ আগস্ট) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বিলসের উপদেষ্টা পরিষদ সদস্য নইমুল আহসান জুয়েল। প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন মন্ডিয়াল এফএনভি’র কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অফিস সম্পাদক জাকির হোসেন, সিনিয়র প্রশিক্ষক মো. মোতাহের হোসেন ও বিলসের উপ-পরিচালক মো. ইউসুফ আল-মামুন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান গুরুত্বপূর্ণ। তবে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ সরবরাহ চেইনে মানবাধিকার নিশ্চিত করতে আইনি নিয়ম বৃদ্ধি করেছে। এ আইনের কারণে বাংলাদেশ শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ হলে, ২০২৯ সালের পর দেশের পোশাক শিল্পের ক্রয় আদেশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নইমুল আহসান জুয়েল বলেন, ‘বিলস এইচআরডিডি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ আয়োজন করেছে, যাতে তারা প্রতিবেদন তৈরি করে শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে পারে। সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার রক্ষার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন অপরিহার্য।’

গত রোববার (৩১ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, মন্ডিয়াল এফএনভি’র কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অফিস সম্পাদক জাকির হোসেন, প্রশিক্ষক ও গবেষক আওরঙ্গজেব আকন্দ এবং বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন ও উপ-পরিচালক মো. ইউসুফ আল-মামুন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৈরি পোশাক খাতে যে ঝুঁকি ও নীতিগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয় তা সমাধান না করলে বাংলাদেশের পোশাক রপ্তানি হ্রাস পেতে পারে। মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত ওয়াচডগ হিসেবে এবং ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য।

দুই দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণকালে সাংবাদিকদের জন্য রিপোর্টিং, উপসম্পাদকীয় ও কলাম লেখার সহায়ক রিসোর্স টুলকিট ও প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত