leadT1ad

ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, শান্ত থাকার আহ্বান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৯
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

জেনেভা থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান তিনি। ভলকার তুর্ক বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভেদ বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক হাদির মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। দোষীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন তিনি।

গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর বৃহস্পতিবার মারা যান ওসমান হাদি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেশ কিছু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ে সবার নিরাপদে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন ভলকার তুর্ক। তিনি মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার আহ্বান জানান।

অস্থিতিশীলতা রোধে কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। মানবাধিকার রক্ষা ও সহিংসতা রোধে তাঁর দপ্তর সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত