leadT1ad

বাগেরহাটে অফিস-আদালতে তালা, তিন দিনের হরতাল শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ৩০ জুলাই বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ কারিগরি কমিটি। এর প্রতিবাদে আন্দোলন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩১
বাগেরহাট আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা দেয় বিক্ষুব্ধরা। স্ট্রিম ছবি

বাগেরহাটে সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাগেরহাট আদালত চত্বর ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন কমিটির নেতা-কর্মীরা। এ সময় আদালত চত্বরের প্রধান ফটকসহ জেলার ৯টি উপজেলার সব সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তিন দিনের হরতাল শুরু হচ্ছে কাল। তবে সকাল-সন্ধ্যা হরতালের পরিবর্তন করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যবসায়ীদের আবেদন ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে হরতালের সময়ের আংশিক পরিবর্তন আনা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে। হরতালের সময় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার খোলা থাকবে। জনগণের ভোগান্তি কমাতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করবে। তবে মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলবে না।

বাগেরহাট আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা দেয় বিক্ষুব্ধরা। স্ট্রিম ছবি
বাগেরহাট আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা দেয় বিক্ষুব্ধরা। স্ট্রিম ছবি

এ ছাড়া স্থানীয় যোগাযোগের ছোট সড়ক হরতালের আওতার বাইরে থাকবে। সেই সঙ্গে জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে সর্বদলীয় কমিটি।

সর্বদলীয় কমিটির সদস্যসচিব শেখ মো. ইউনুস বলেন, ‘জনগণের দুর্ভোগ বিবেচনায় হরতালে কেবল মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের পূজা রয়েছে, তাই ব্যবসাপ্রতিষ্ঠানও হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

রোববার বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. ইউনুস, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামসহ অন্যান্য নেতা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দীপু জানান, ‘আমরা উচ্চ আদালতে রিট করার প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি আগামী সপ্তাহেই শুনানি হবে। আমরা কাঙ্ক্ষিত আসন ফিরে পাব।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ৩০ জুলাই বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ কারিগরি কমিটি। পরে ওই প্রস্তাবের ওপরই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।

ইসির গেজেড অনুযায়ী, ১৯৬৯ সাল থেকে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে বাগেরহাটে। এবার ইসির চূড়ান্ত গেজেট অনুযায়ী প্রতিটি আসনের অধীনে তিনটি করে উপজেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর প্রতিবাদে আন্দোলন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন।

আন্দোলনের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রোববার সরকারি অফিস ঘেরাও এবং সোম, মঙ্গল ও বুধবার হরতালের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে রোববার নির্ধারিত ঘেরাও না করে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে হরতালের নতুন সময়সূচি ঘোষণা করেন কমিটির নেতারা।

Ad 300x250

সম্পর্কিত