leadT1ad

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা: আইন উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ৩৮
প্রতিক্রিয়া জানাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্ট্রিম ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এর মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন, তাদের কথা আজ বিশেষভাবে মনে পড়ছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সব শহীদদের কথা মনে পড়ছে। আজ তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজ তাদের শোক সন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্য দিয়ে তারা সামান্য হলেও শান্তি পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত না।’

উপদেষ্টা আরও বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে তাদের বিচার হলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ার কথা।’

Ad 300x250

সম্পর্কিত