leadT1ad

রাজধানীর দারুস সালামে ৬টি ককটেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করল পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯: ০৪
উদ্ধার করা বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে। পরে দুপুরে দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ককটেলগুলো নিষ্ক্রিয় করে ইউনিটটি।

নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো দারুস সালাম থানায় বুঝিয়ে দিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত