leadT1ad

পুরোপুরি চালু হলো মেট্রোরেল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মেট্রোরেল। পুরোনো ছবি

রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যুর পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে গতকাল রোববার বিকাল থেকে আংশিকভাবে মেট্রোরেল সেবা চালু হয়। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে সেবা চালু করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য ‘আন্তরিকভাবে দুঃখপ্রকাশও’ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএল-এর জনসংযোগ কর্মকর্তা আহসানউল্লাহ স্ট্রিমকে বলেন, মেট্রোরেল কাল থেকেই আংশিকভাবে চালু ছিল। আজ ১১টা থেকে পুরোপুরিভাবে চালু হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে। এ দুর্ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত