leadT1ad

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২: ১৩
কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে ফুটবল খেলছেন তরুণরা। স্ট্রিম ছবি

দেশের আবহাওয়ায় শীতের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব বলা হয়েছে।

সিনপটিক পরিস্থিতির বিবরণ তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এরফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে অধিদপ্তর। এটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘণীভূত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল রোববার ভোরের দিকে দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে কুয়াশা তুলনামূলক বেশি ঘন হওয়ার আশঙ্কা রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত