স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে বেলা ১টার দিকে এক মত বিনিময় সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১০৯ আসনের মধ্যে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রার্থীদের নাম ‘প্রাথমিকভাবে’ ঘোষণা করে হচ্ছে বলে জানান তিনি।
এসময় মঞ্জু বলেন, ‘প্রাথমিক তালিকা যেকোনো সময় পরিবর্তিত, সংশোধিত এবং প্রতিস্থাপিত হতে পারে। আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে আবার একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’
নাম ঘোষণার আগে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জুলাই সনদ ইস্যুতে বলেন, ‘ক্ষমতার বাইরে থেকে আমরা দেশ, দেশের মানুষকে নিয়ে ঐকমত্য থাকতে চাই। আগামীকাল (শুক্রবার) জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হচ্ছে। সেটি বাংলাদেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। পরিবর্তিত বাস্তবতায় এবি পার্টির অবস্থান হচ্ছে সরকার যেন নিজেদের সিদ্ধান্ত দিয়ে দেয়, আর সময় নাই।’
এর আগে দলটির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম স্ট্রিমকে বলেন, ‘যারা জুলাই আন্দোলনে বিশ্বাস করে, অপরাধী না, নারী নির্যাতনের মামলা নেই এরকম লোকদেরকে আমরা বাছাই করেছি। অর্থনৈতিকভাবে যারা স্বচ্ছল তাদের বিষয়টিও দেখা হয়েছে।’
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। আমার বাংলাদেশ (এবি) পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। ২১ আগস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে বেলা ১টার দিকে এক মত বিনিময় সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১০৯ আসনের মধ্যে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রার্থীদের নাম ‘প্রাথমিকভাবে’ ঘোষণা করে হচ্ছে বলে জানান তিনি।
এসময় মঞ্জু বলেন, ‘প্রাথমিক তালিকা যেকোনো সময় পরিবর্তিত, সংশোধিত এবং প্রতিস্থাপিত হতে পারে। আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে আবার একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’
নাম ঘোষণার আগে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জুলাই সনদ ইস্যুতে বলেন, ‘ক্ষমতার বাইরে থেকে আমরা দেশ, দেশের মানুষকে নিয়ে ঐকমত্য থাকতে চাই। আগামীকাল (শুক্রবার) জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হচ্ছে। সেটি বাংলাদেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। পরিবর্তিত বাস্তবতায় এবি পার্টির অবস্থান হচ্ছে সরকার যেন নিজেদের সিদ্ধান্ত দিয়ে দেয়, আর সময় নাই।’
এর আগে দলটির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম স্ট্রিমকে বলেন, ‘যারা জুলাই আন্দোলনে বিশ্বাস করে, অপরাধী না, নারী নির্যাতনের মামলা নেই এরকম লোকদেরকে আমরা বাছাই করেছি। অর্থনৈতিকভাবে যারা স্বচ্ছল তাদের বিষয়টিও দেখা হয়েছে।’
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। আমার বাংলাদেশ (এবি) পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। ২১ আগস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনের ফলাফল ঘোষণা
৬ ঘণ্টা আগে
মামলা চলমান সীমানা-সংক্রান্ত অন্তত ২৭ আসনের। এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়। এ উপলক্ষে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।
৭ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানায় এ মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে আসামি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক নিয়ে যাওয়ার অভিযোগে দুই নারীকে আটকের কথা জানিয়েছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
৭ ঘণ্টা আগে