leadT1ad

১০৯ আসনে ‘প্রাথমিকভাবে’ প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে বেলা ১টার দিকে বিনিময় সভা শেষে এবি পার্টি প্রার্থীদের নাম ঘোষণা করে। সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে বেলা ১টার দিকে এক মত বিনিময় সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

১০৯ আসনের মধ্যে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।

প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রার্থীদের নাম ‘প্রাথমিকভাবে’ ঘোষণা করে হচ্ছে বলে জানান তিনি।

এসময় মঞ্জু বলেন, ‘প্রাথমিক তালিকা যেকোনো সময় পরিবর্তিত, সংশোধিত এবং প্রতিস্থাপিত হতে পারে। আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে আবার একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’

নাম ঘোষণার আগে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জুলাই সনদ ইস্যুতে বলেন, ‘ক্ষমতার বাইরে থেকে আমরা দেশ, দেশের মানুষকে নিয়ে ঐকমত্য থাকতে চাই। আগামীকাল (শুক্রবার) জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হচ্ছে। সেটি বাংলাদেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। পরিবর্তিত বাস্তবতায় এবি পার্টির অবস্থান হচ্ছে সরকার যেন নিজেদের সিদ্ধান্ত দিয়ে দেয়, আর সময় নাই।’

এর আগে দলটির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম স্ট্রিমকে বলেন, ‘যারা জুলাই আন্দোলনে বিশ্বাস করে, অপরাধী না, নারী নির্যাতনের মামলা নেই এরকম লোকদেরকে আমরা বাছাই করেছি। অর্থনৈতিকভাবে যারা স্বচ্ছল তাদের বিষয়টিও দেখা হয়েছে।’

আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। আমার বাংলাদেশ (এবি) পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। ২১ আগস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে।

Ad 300x250

সম্পর্কিত