leadT1ad

ঐতিহ্যের রজতজয়ন্তীতে লেখক-পাঠকের মিলনমেলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২৩: ২০
প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। সংগৃহীত ছবি

প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। শনিবারের (১৫ নভেম্বর) এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রজন্মের লেখক ও পাঠকের মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেন, ‘ঐতিহ্য রাইটার্স ডেতে প্রবীণ ও নবীন লেখকদের যে সম্মিলন আজ ঐতিহ্য ঘটালো, তা আমাদের দেশে একদমই অনন্য ও অসাধারণ। এমন আয়োজন লেখক-পাঠক-প্রকাশক সম্পর্ক সমৃদ্ধ করে।’

বিকেল থেকে শুরু হওয়া আয়োজনে লেখকদের আড্ডা, অটোগ্রাফ সেশন, পাঠকদের সঙ্গে আলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

আয়োজকেরা জানিয়েছেন, গত ২৫ বছরে ঐতিহ্য এক হাজারেরও বেশি লেখকের বই প্রকাশ করেছে। এর মধ্যে তিন শতাধিক লেখকের প্রথম বই প্রকাশ করে প্রতিষ্ঠানটি। লেখক-পাঠক-প্রকাশকের সম্পর্ক আরও শক্ত করতে এ আয়োজন করা হয়েছে বলে তারা জানান।

প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। সংগৃহীত ছবি (2)
প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। সংগৃহীত ছবি (2)

‘ঐতিহ্য রাইটার্স ডে’ মূলত বাংলা একাডেমিতে চলমান ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’-এর একটি অংশ। এই মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কার্নিভালে ঐতিহ্যের বইয়ে সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড় রয়েছে। বিভিন্ন লেখকের রচনাবলির আলাদা খণ্ডও অল্প মূল্যে কেনা যাচ্ছে।

ঐতিহ্যের পাশাপাশি কার্নিভালে অংশ নিয়েছে ইসলামি প্রকাশনা সংস্থা ইলহাম, শিশুতোষ প্রকাশনা কাকাতুয়া এবং বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিতসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

উৎসবের অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে ‘টক উইথ রাইটার’ শিরোনামে প্রতিদিন লেখকদের সঙ্গে আড্ডার আয়োজন থাকছে। প্রথম দিনের অতিথি থাকবেন কথাসাহিত্যিক দেওয়ান সালাউদ্দিন বাবু। এছাড়াও রয়েছে ফোক মেহফিল, রিডার্স ক্লাব ডে এবং আরও কিছু আয়োজন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত