leadT1ad

তফসিল কবে, জানা যাবে এ সপ্তাহেই

কামরুল হাসান
কামরুল হাসান
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২৩: ৩০
নির্বাচন ভবন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সেই তারিখটি এই সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে বলে ইসি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানিয়েছে, আজ সোমবার (২৪ নভেম্বর) ইসির সভায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ডিসেম্বরের ৪ কিংবা ৭ তারিখ তফসিল ঘোষণার সম্ভাবনা বেশি।

ইসি সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে এবং এ উদ্দেশ্যে একটি পৃথক আইনের খসড়া পাঠানো হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটকক্ষ (পোলিং বুথ) ও ভোট গ্রহণের সময় বাড়তে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় প্রস্তুতির বেশির ভাগই সম্পন্ন হলেও শেষ মুহূর্তে গণভোটের সংযোজন তাঁদের কাজে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে ইসি শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করেছে। আজ ওসিভি ভোটিং পদ্ধতি ও গণভোট প্রসঙ্গে ডাক বিভাগের সঙ্গে ইসির বৈঠক হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে, ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং ৩০ নভেম্বর আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

গণভোট আইন ও বিধিমালা প্রণয়নে ইসির আইন শাখার অতিরিক্ত কাজ যুক্ত হয়েছে। পাশাপাশি সীমানাসংক্রান্ত প্রায় ৩০টি মামলা এখনো মীমাংসিত নয়। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। তবে কমিশন প্রত্যাশা করছে, তফসিল ঘোষণার আগেই এসব বিষয় সমাধান করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘গণভোটের নির্দেশনা আমাদের কাজ অনেক বাড়িয়ে দিয়েছে। আইন এখনো পাস হয়নি, বিধিমালাও প্রস্তুত করতে হচ্ছে। তফসিল ঘোষণার আগে সব কাজই শেষ করতে হবে।’

তফসিলের তারিখ নিয়ে তিনি বলেন, ‘তারিখ নির্ধারণ হয়ে গেছে। এই সপ্তাহেই জ্যেষ্ঠ সচিব নির্বাচনের তফসিল ঘোষণার দিন জানিয়ে দেবেন। নির্বাচনের তারিখ নয়—কবে তফসিল হবে, সেটাই জানানো হবে।’

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘অনেকে মনে করেন, তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম আছে; আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাচাই-বাছাইয়ের জন্য যুক্তিসংগত সময় রাখা হচ্ছে, কিন্তু অতিরিক্ত সময় দেওয়া যাবে না।’

সীমানা মামলায় লড়বে ইসি

সীমানা পুনর্বিন্যাস নিয়ে প্রায় ৩০টি মামলা হয়েছে। গত ১০ নভেম্বর হাইকোর্ট বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার গেজেট অবৈধ ঘোষণা করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রতিটি মামলায় আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আদালতের রায় আমরা মানতে বাধ্য। তবে আমাদের মনে হয় সীমানা নির্ধারণ যৌক্তিক হয়েছে, তাই সুযোগ থাকলে আমরা লড়ব।’

রিটার্নিং কর্মকর্তা নিয়োগে সতর্কতা

রিটার্নিং কর্মকর্তা নিয়োগে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রচলিতভাবে জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হলেও ১৭ নভেম্বর ইসির সঙ্গে সংলাপে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব দেয় বিএনপি।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।’ ইসির সক্ষমতা যাচাই করে সব কমিশনার একত্রে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন সংস্কার কমিশনও ইসির নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা করার সুপারিশ করেছে। ইসির প্রথম শ্রেণির ৮৬০ জন কর্মকর্তা থাকলেও তাঁরা পুরোপুরি প্রস্তুত নন বলে মনে করছে কমিশন। ফলে এবারও ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা হওয়ার সম্ভাবনা বেশি। তবে ইসি সচিবালয় এবং বিভাগীয় কার্যালয় থেকেও কিছু কর্মকর্তা আসতে পারেন। গত নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ মোট ৬৫৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত