leadT1ad

ঢামেক মর্গে ছবি নিয়ে ভিড় স্বজনের, লাশ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিখোঁজদের ছবি হাতে স্বজনেরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ১৬ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানে ছবি নিয়ে এসেছেন অনেকের স্বজন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুনে পোড়া ১৬টি মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এসব মরদেহ ঘিরে অনেক স্বজন অপেক্ষা করছেন। পোড়া লাশের চেহারার সঙ্গে কেউ কেউ তাঁদের হাতে থাকা ছবি মিলিয়ে নিচ্ছেন।

এদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কিছু মরদেহের অবস্থা এমন যে সেগুলো ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছেন, ১৬টি মরদেহের মধ্যে প্রাথমিকভাবে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। তবে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় আরও পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহের লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ হস্তান্তরের বিষয়ে ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার এনামুল হক স্ট্রিমকে জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊধ্বর্তন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ ব্যবস্থা নেবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং এর উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কেমিক্যাল কারখানায় আগুন জ্বলছিল।

Ad 300x250

সম্পর্কিত