leadT1ad

সবার জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে আহ্বান: তারেক রহমান

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১: ১১
তারেক রহমান। সংগৃহীত ছবি

দেশের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে বিএনপি সব প্রস্তুতি নিশ্চিত করছে এবং দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

তিনি গারো, হাজং, ক্ষত্রিয়, সাঁওতাল, মালো, খাসিয়া ও মনিপুরিসহ সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের সমাবেশে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ।

তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্পর্কের স্মৃতি তুলে ধরে বলেন, ‘১৯৭৬-৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি এই অঞ্চলে শিক্ষা, হোস্টেল, সরকারি চাকরি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করেছিলেন।’ তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং সব বৈধভাবে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।’

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সরকারি চাকরি, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন আরও সহজ ও প্রাপ্য করার উদ্যোগ নেবে। এছাড়াও প্রতিটি জনগোষ্ঠীর ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে সংরক্ষণ ও উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সংখ্যাগুরু জনগোষ্ঠীর মধ্যে কোনো বৈষম্য নেই; সবাই বাংলাদেশি।’

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করেন, যা অতিথি ও দর্শকরা উপভোগ করেন। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগ, যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

নির্বাচন বানচালে এই হামলা, সেনাবাহিনী রক্ষা করেছে: শামীম হায়দার পাটোয়ারী

স্বাভাবিক প্রক্রিয়াতেই জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে

শিবির সমর্থিত প্যানেলের জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অবমাননার অভিযোগ

ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা নিয়ে বর্তমান ভিপিপ্রার্থীরা কী বলছেন

রাকসু নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি গঠন

সম্পর্কিত