leadT1ad

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
চট্টগ্রাম

দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেন

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে চালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলওয়ের কর্মকর্তারা। তাঁদের একজন জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি উল্টে গেছে।

তিনি আরও জানান, এই দুর্ঘটনার ফলে পণ্যবাহী ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হবে। তবে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে বাধা নেই। কারণ এই লাইনটা দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না।

ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত