leadT1ad

লটারিতে এসপি নিয়োগ হলেও মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ করা হলেও কোনো মেধাবী বাদ পড়েনি দাবি করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। তবে মেধাবী কেউ বাদ পড়েনি।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি; লটারিতে কে কোন জেলায় যাবে সেটা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

এসপি নিয়োগে লটারি কীভাবে হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি—এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি; আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করেই করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ‘এরপর জেলাগুলো নির্ধারণ করে আমরা এসপিদের বণ্টন করেছি, কাকে কোথায় দেব। প্রথমে আমাদের মোট এসপি ছিল ৬৪ জেলায় ৬৪ জন। এদের মধ্য থেকে আমরা ১৮ জনকে তুলে এনেছি, তাঁদের জায়গায় নতুন করে নিয়োগ দিয়েছি।’ বাকি ৪৬ জন এবং নতুন ১৮ জনের মধ্যে লটারি করে পদায়ন নিশ্চিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মেধাবীদের আগে বেছে নিয়েছি, মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি; নির্ধারণ হয়েছে কে কোন জেলায় যাবে।’

Ad 300x250

সম্পর্কিত