leadT1ad

রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজধানীতে অগ্নিকাণ্ড। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর বিজয়নগরে ‘আত্-ত্বরীক টাওয়ার’ নামে একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ম তলায় আগুন লেগেছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রোজিনা খানম এসব তথ্য জানিয়েছেন।

তিনি স্ট্রিমকে বলেন, ‘আগুন লেগেছে বিকাল ৩টার দিকে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টার থেকে ৩টা ৪ মিনিটে পাঁচটি ইউনিটে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে ৩টা ১৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ফায়ার ফাইটাররা।

‘আত্-ত্বরীক টাওয়ার’ নামে একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ম তলায় আগুন লেগেছে
‘আত্-ত্বরীক টাওয়ার’ নামে একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ম তলায় আগুন লেগেছে

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত