leadT1ad

পুলিশ প্রশাসনে রদবদল: ৯ এসপিকে বদলি, বাতিল দুই এএসপির আদেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ১২
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।

বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) এম এম হাসানুল জাহিদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এফ এম আল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উক্য সিংকে পিবিআইতে এবং মিশন থেকে ফিরে আসা মুহাম্মদ ইসমাইল হোসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এছাড়া, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত