leadT1ad

ডাকসু নির্বাচন: আজ থেকে ঢাবির হলে থাকতে পারবেন না বহিরাগতরা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি: আশরাফুল আলম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়।

এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদ নির্বাচনে ১৩ টি পদে মোট ১৮ টি হলে ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর জন্য আটটি কেন্দ্রে মোট ৭১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯ তারিখ নির্বাচনে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানো সব শিক্ষার্থী নির্বাচনে ভোট দিতে পারবে।

Ad 300x250

সম্পর্কিত