leadT1ad

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ সদর দপ্তর

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪: ১১
পুলিশ সদর দপ্তর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনীর মহাপরিদর্শকের বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব‍্যটি আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোকার্ডে উল্লিখিত ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’—এ কথা আইজিপি বলেননি।

পুলিশ সদর দপ্তরের দাবি, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত