.png)


স্ট্রিম প্রতিবেদক

‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজ শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ-বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সিআইডি বাদী হয়ে আদালতে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করে।
সিআইডি জানায়, মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ করে সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে তাঁদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজ শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ-বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সিআইডি বাদী হয়ে আদালতে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করে।
সিআইডি জানায়, মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ করে সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে তাঁদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
.png)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
৪ ঘণ্টা আগে
লিবিয়ায় আটকে পড়া আরও ৩১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তাঁরা লিবিয়ায় অবস্থান করছিলেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অভ্যন্তরে কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
৪ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া থেকে ‘বিতর্কিত’ অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠায় আদালত।
৪ ঘণ্টা আগে