.png)

স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন করে আরও কয়েকটি যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রতীকগুলোর মধ্যে রয়েছে ‘শাপলা কলি’। শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনপ্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থান ও চলমান টানাপড়েনের মধ্যে ইসির তালিকায় এ পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে ১১৯টি নির্বাচনী প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করে ইসি। প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্য যেকোনো প্রতীক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দ দেওয়া যাবে। তালিকায় ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল কমিশন।
ইসি সূত্র জানায়, গত ২২ জুন এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং তিনটি প্রতীক প্রস্তাব করে— শাপলা, কলম ও মোবাইল ফোন। পরে ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা সাদা বা লাল শাপলা চেয়ে সংশোধিত আবেদন দেয়।
তবে এর আগে, গত জুলাইয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছিল ‘শাপলা’ প্রতীক রাখা হবে না, কারণ এটি জাতীয় প্রতীকের অংশ। সে সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা নীতিগতভাবে ঠিক করেছি, শাপলা প্রতীক হিসেবে রাখা হবে না। কারণ এটি জাতীয় প্রতীকের অংশ।'
২৩ সেপ্টেম্বর কমিশন নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫ করে, তবে শাপলা বাদ রাখে। এর মধ্যে ৫১টি নিবন্ধিত দলকে দেওয়া হয়, বাকিগুলো স্বতন্ত্র প্রার্থী ও ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।
পরদিন ২৪ সেপ্টেম্বর এনসিপি চিঠি দিয়ে জানায়, কমিশনের যুক্তি 'আইনগতভাবে সঠিক নয়'। তাদের মতে, কমিশনের প্রত্যাখ্যানের কোনো আইনি ভিত্তি নেই।
পরে এনসিপি কমিশনকে চিঠি দিয়ে জানায়, কমিশনের যুক্তি 'আইনগতভাবে সঠিক নয়'। দলটি যুক্তি দেয়, কমিশনের প্রত্যাখ্যানের কোনো আইনি ভিত্তি নেই।
অবশেষে কমিশন নতুন প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ নামের প্রতীকটি যুক্ত করে।

নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন করে আরও কয়েকটি যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রতীকগুলোর মধ্যে রয়েছে ‘শাপলা কলি’। শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনপ্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থান ও চলমান টানাপড়েনের মধ্যে ইসির তালিকায় এ পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে ১১৯টি নির্বাচনী প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করে ইসি। প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্য যেকোনো প্রতীক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দ দেওয়া যাবে। তালিকায় ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল কমিশন।
ইসি সূত্র জানায়, গত ২২ জুন এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং তিনটি প্রতীক প্রস্তাব করে— শাপলা, কলম ও মোবাইল ফোন। পরে ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা সাদা বা লাল শাপলা চেয়ে সংশোধিত আবেদন দেয়।
তবে এর আগে, গত জুলাইয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছিল ‘শাপলা’ প্রতীক রাখা হবে না, কারণ এটি জাতীয় প্রতীকের অংশ। সে সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা নীতিগতভাবে ঠিক করেছি, শাপলা প্রতীক হিসেবে রাখা হবে না। কারণ এটি জাতীয় প্রতীকের অংশ।'
২৩ সেপ্টেম্বর কমিশন নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫ করে, তবে শাপলা বাদ রাখে। এর মধ্যে ৫১টি নিবন্ধিত দলকে দেওয়া হয়, বাকিগুলো স্বতন্ত্র প্রার্থী ও ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।
পরদিন ২৪ সেপ্টেম্বর এনসিপি চিঠি দিয়ে জানায়, কমিশনের যুক্তি 'আইনগতভাবে সঠিক নয়'। তাদের মতে, কমিশনের প্রত্যাখ্যানের কোনো আইনি ভিত্তি নেই।
পরে এনসিপি কমিশনকে চিঠি দিয়ে জানায়, কমিশনের যুক্তি 'আইনগতভাবে সঠিক নয়'। দলটি যুক্তি দেয়, কমিশনের প্রত্যাখ্যানের কোনো আইনি ভিত্তি নেই।
অবশেষে কমিশন নতুন প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ নামের প্রতীকটি যুক্ত করে।
.png)

নির্বাচন কমিশন (ইসি) বলেছে, সম্প্রতি প্রকাশিত নির্বাচনী প্রতীক তালিকায় কিছু পরিবর্তন ও সংযোজন রাজনৈতিক দলের চাপের কারণে নয়; বরং কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য ও যৌক্তিকতার প্রশ্ন ওঠায় কমিশন তা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
২৮ মিনিট আগে
সংসদ ভবনের দক্ষিণ প্রান্ত, মানিক মিয়া অ্যাভিনিউ। ফুটপাতে শয়ে শয়ে দোকান। বিকেলে জমজমাট কেনাবেচা। বেশির ভাগই খাবার সামগ্রী, মানুষের সমাগমে যেন উৎসব!
৩৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ তিনজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত অংশে উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।
১ ঘণ্টা আগে