leadT1ad

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২৩: ৩৬
খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা চলাকালীন একটি ছবি। স্ট্রিম ছবি

টানা আট দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেন। রোববার ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জেলা প্রশাসনের পরিপত্রে বলা হয়, খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ‘জুম্ম ছাত্র–জনতা’র ডাকে সকাল–সন্ধ্যা অবরোধ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে সদর ও গুইমারায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তখন উভয় এলাকায় ১৪৪ ধারা জারি করে।

সহিংসতায় প্রাণহানি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলেও নিরাপত্তাজনিত কারণে প্রশাসন ১৪৪ ধারা বলবৎ রেখেছিল।

টানা আট দিন পর ১৪৪ ধারা প্রত্যাহারের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি অব্যাহত থাকবে।

Ad 300x250

সম্পর্কিত