leadT1ad

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব ছড়ালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫২
সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পূজার নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁরা ২ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন এই দায়িত্ব পালন করবেন।

‘দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় এক লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে। সারা দেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে বিজিবির ৪৩২টি প্লাটুন কাজ করছে,’ যোগ করেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এছাড়া প্রতিটি পূজামণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। জননিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। পূজায় সারা দেশে ৭০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছেন। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতবারের মতোই দায়িত্ব পালন করছে।

উপদেষ্টা আরও বলেন, ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই গুজব ছড়ানো হচ্ছে। সেদিন কালী মন্দির পরিদর্শন করতে গিয়ে কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরাও এরকম গুজবের খবর পেয়েছেন।

পূজা উপলক্ষে কোনো ধরনের নাশকতার শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কোনো ঝুঁকি নেই। এবার যেহেতু পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, সেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বেড়েছে। এবার পূজা অবশ্যই ভালো হবে। আমি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছি, কোথাও কারও মনে কোনো শঙ্কা নেই। কিছুসংখ্যক ফ্যাসিস্টের দোসর আছে, তারাই এসব প্রচার করে।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এই বিষয়টা তো প্রধান উপদেষ্টা জাতিসংঘেও (ইউএন) গিয়েও বলেছেন। আমরা এটাকে সামনে রেখে আইনশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছি।’

Ad 300x250

সম্পর্কিত