leadT1ad

সিঙ্গাপুরে হাদির চিকিৎসা খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়: ড. সালেহউদ্দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৪
কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। স্ট্রিম ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, হাদিকে সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ে জানানো হয়। তিনি বলেন, ‘আমরা বলেছি টাকা-পয়সা কোনো ব্যাপার না। উই উইল গিভ অ্যালোকেশন—এটা ম্যানেজ করব।’

হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যেহেতু দেশের বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। অর্থ মন্ত্রণালয়কে আমরা বলেছি যে, যা-ই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে। পরে হয়তো অর্থ আমরা হিসাব করব। এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে, বোর্ড যখন বলেছে, তখন ইমিডিয়েটলি সরকার অর্থের মতামত চেয়েছে। আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা প্রস্তুত।’

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সোমবার একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত