স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় ওই মামলাটি করেন। পরে রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।
ঈশ্বরদী পুলিশ সূত্রে জানা গেছে, আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। এতে একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ‘প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তার নারীকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, কুকুরের ডাক চিৎকারে বিরক্ত হয়ে নিশি রহমান ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখেছিলেন বলে তিনি জানিয়েছেন। কে বস্তাটি পুকুরে ফেলেছে সেটি তিনি জানেন না। আমরা ঘটনাটি আরও তদন্ত করে দেখছি।’
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের একটি কোণে দীর্ঘদিন ধরেই থাকতে লাল্টু নামের একটি মাদি কুকুর। সপ্তাহখানেক আগে লাল্টু আটটি বাচ্চা প্রসব করে। গত সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে অস্থির হয়ে ডাকাডাকি ও ছুটাছুটি করতে থাকে সে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, নিশি রহমান কুকুর ছানাগুলো বস্তায় বেঁধে রাতে পুকুরে ফেলে দিয়েছেন। পরে সকালের দিকে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুরছানাগুলোর মরদেহ।
ঈশ্বরদী ইউএনও মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার (১ ডিসেম্বর) গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা মঙ্গলবার বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে যায়।

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় ওই মামলাটি করেন। পরে রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।
ঈশ্বরদী পুলিশ সূত্রে জানা গেছে, আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। এতে একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ‘প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তার নারীকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, কুকুরের ডাক চিৎকারে বিরক্ত হয়ে নিশি রহমান ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখেছিলেন বলে তিনি জানিয়েছেন। কে বস্তাটি পুকুরে ফেলেছে সেটি তিনি জানেন না। আমরা ঘটনাটি আরও তদন্ত করে দেখছি।’
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের একটি কোণে দীর্ঘদিন ধরেই থাকতে লাল্টু নামের একটি মাদি কুকুর। সপ্তাহখানেক আগে লাল্টু আটটি বাচ্চা প্রসব করে। গত সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে অস্থির হয়ে ডাকাডাকি ও ছুটাছুটি করতে থাকে সে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, নিশি রহমান কুকুর ছানাগুলো বস্তায় বেঁধে রাতে পুকুরে ফেলে দিয়েছেন। পরে সকালের দিকে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুরছানাগুলোর মরদেহ।
ঈশ্বরদী ইউএনও মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার (১ ডিসেম্বর) গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা মঙ্গলবার বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে যায়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ মিনিট আগে
বেআইনিভাবে আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ারিংয়ের (রাজস্ব ভাগাভাগি) হার কমিয়ে সরকারের ৯ হাজার ১০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ মিনিট আগে
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩৮ মিনিট আগে
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ-উড্ডয়ন করবে।
৩৯ মিনিট আগে