leadT1ad

৫ ও ৬ আগস্ট সারা দেশে বিজয় র‌্যালি করবে বিএনপি

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ৩২
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০: ১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ আগস্ট সারা দেশে বিজয় র‌্যালি করবে বিএনপি।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সব থানা ও উপজেলায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি বুধবার সব জেলা ও মহানগরেও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

এছাড়া, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আগামী বুধবার দুপুর ২টায় বিজয় র‍্যালি হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad 300x250

সম্পর্কিত