leadT1ad

সামিট চেয়ারম্যান আজিজ খান ও তাঁর পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

দুদক কার্যালয়। ফাইল ছবি

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে প্রায় ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস জানতে চেয়ে তাঁদের তিনজনের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে দুদক।

রবিবার (১৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে আজিজ খানের নামে ৩৩০ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা, তাঁর স্ত্রী আঞ্জুমান আজিজ খানের নামে ৯২ কোটি ৬২ লাখ ৭৮ হাজার টাকা এবং মেয়ে আয়েশা আজিজ খানের নামে ২৮৭ কোটি ৪৩ লাখ ২২ হাজার টাকার অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের নামে ৩৩০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ পাওয়া গেছে, তবে তাঁর নামে কোনো স্থাবর সম্পদ বা দায়-দেনার তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে তাঁর ঘোষিত আয় ও অর্জিত সম্পদের মধ্যে স্পষ্ট অসংগতি পাওয়া গেছে। এ ছাড়া সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাধ্যমে তিনি সম্পদ গড়েছেন বলে প্রমাণ মিলেছে।

অন্যদিকে, আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খানের নামে প্রায় ৯৩ কোটি টাকার এবং তাঁদের মেয়ে আয়েশা আজিজ খানের নামে প্রায় ২৮৭ কোটি ৪৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। দুদক বলছে, তাদের আয়কর নথিতে প্রদর্শিত সম্পদের মূল্যও প্রকৃত বাজারমূল্যের চেয়ে কম দেখানো হয়েছে এবং আয়ের সঙ্গে এসব সম্পদের কোনো সংগতি নেই।

এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তিনজনের নামেই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল কাজ করছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত