leadT1ad

কদমতলীতে টিনশেডের ঘর থেকে মিলল বিদেশি পিস্তল-গুলি, গ্রেপ্তার ৩

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৩: ৩৬
উদ্ধার হওয়ার অস্ত্র ও মাদক। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর কদমতলীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি দল কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তাদের সঙ্গে থাকা তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিন আসামি
গ্রেপ্তার তিন আসামি

গ্রেপ্তারকৃত আসামিরা এলাকার ‘চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য উক্ত পিস্তল নিজ নিজ দখলে রেখেছিল। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত