স্ট্রিম প্রতিবেদক

তদন্ত কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করবে প্রসিকিউশন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের আইনে একটা বিধান আছে। কোনো সাক্ষী মারা গেলে বা তাঁকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব করেন, তাহলে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। বদরুদ্দীন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সিদ্ধান্ত কী হবে, তা ট্রাইব্যুনাল জানাবে।’
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।
এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৯ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দীন উমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল।

তদন্ত কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করবে প্রসিকিউশন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের আইনে একটা বিধান আছে। কোনো সাক্ষী মারা গেলে বা তাঁকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব করেন, তাহলে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। বদরুদ্দীন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সিদ্ধান্ত কী হবে, তা ট্রাইব্যুনাল জানাবে।’
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।
এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৯ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দীন উমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
৩৭ মিনিট আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘পদযাত্রা’ বা ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির উত্তাপের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশনারকে জরুরি তলব করা হয়েছে। ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
প্রবাসী কর্মসংস্থানের দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও যে পরিমাণ সাফল্য অর্জিত হওয়ার কথা ছিল, তা এখনো সম্ভব হয়নি।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটিকায় বাধা দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। অনুষ্ঠানে ডিসপ্লে (যেমন খুশি তেমন সাজো) অংশে রাজাকারের হাতে নারী নির্যাতনের দৃশ্য পাঞ্জাবি-টুপি পরে অভিনয়কে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিযোগ করেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে