leadT1ad

বদরুদ্দীন উমরের জবানবন্দি নিতে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১১
বদরুদ্দীর উমর। সংগৃহীত ছবি

তদন্ত কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করবে প্রসিকিউশন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।

মিজানুল ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের আইনে একটা বিধান আছে। কোনো সাক্ষী মারা গেলে বা তাঁকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব করেন, তাহলে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। বদরুদ্দীন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সিদ্ধান্ত কী হবে, তা ট্রাইব্যুনাল জানাবে।’

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।

এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৯ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দীন উমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল।

Ad 300x250

সম্পর্কিত