.png)

স্ট্রিম প্রতিবেদক

তদন্ত কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করবে প্রসিকিউশন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের আইনে একটা বিধান আছে। কোনো সাক্ষী মারা গেলে বা তাঁকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব করেন, তাহলে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। বদরুদ্দীন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সিদ্ধান্ত কী হবে, তা ট্রাইব্যুনাল জানাবে।’
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।
এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৯ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দীন উমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল।

তদন্ত কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করবে প্রসিকিউশন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তাঁর জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের আইনে একটা বিধান আছে। কোনো সাক্ষী মারা গেলে বা তাঁকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব করেন, তাহলে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে প্রসিকিউশন আবেদন করতে পারে। বদরুদ্দীন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সিদ্ধান্ত কী হবে, তা ট্রাইব্যুনাল জানাবে।’
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।
এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলায় এখন পর্যন্ত ৩৯ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বদরুদ্দীন উমরেরও এই মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল।
.png)

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে এবং ১৬ লাখ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে—এমন তথ্য উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের যৌথ বিশ্লেষণে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো অপপ্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই হুমকি মোকাবিলায় দুটি সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে — ‘সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল’ ও ‘সেন্ট্রাল কমিউনিকেশন সেল’।
৬ ঘণ্টা আগে
আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। আয়রন (লৌহ) ও কফি রঙের ইউনিফরম দিয়ে পুরনো পোশাককে বিদায় জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের গায়ে এই নতুন ইউনিফরম দেখা যাবে।
৬ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
৮ ঘণ্টা আগে