leadT1ad

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫ ককটেল উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ২১: ৩৬
উদ্ধার হওয়া ককটেল। সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০-এ মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত