leadT1ad

পুলিশ সংস্কারে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ৩৩
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল (অমবোডসম্যান) ব্যারোনেস নুয়ালা ও’লোন। ছবি: পিআইডি

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক শাসনব্যবস্থা শক্তিশালী করার চলমান প্রচেষ্টায় পুলিশ সংস্কারে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড।

আজ বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারনেস নুয়ালা ও'লোন এই প্রস্তাব দেন।

বৈঠকে ব্যারনেস ও'লোন বলেন, ‘আয়ারল্যান্ডের নিজস্ব সংঘাত-পরবর্তী অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে ধৈর্য, অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল্যবান শিক্ষা দেয়। টেকসই পরিবর্তনের জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণে আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতেই আমরা এখানে এসেছি।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়ারল্যান্ডের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ায় দেশটির অব্যাহত সমর্থনের জন্য প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের চলমান সংস্কার প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক থাকে, তা নিশ্চিত করতে আয়ারল্যান্ডের সমর্থনকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।’

এ সময় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে অপপ্রচার মোকাবিলায় নয়াদিল্লি-ভিত্তিক রাষ্ট্রদূত কেভিন কেলির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত কেলি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আয়ারল্যান্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, উভয় দেশই শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বৈঠকে আয়ারল্যান্ডের পিস অ্যান্ড স্টেবিলিটি ইউনিটের পরিচালক ফিওনুয়ালা গিলসেনান এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে ঢাকায় আসা ব্যারনেস ও'লোন ১৯৯৮ সালের ‘গুড ফ্রাইডে’ চুক্তির পর নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। তিনি এমন এক সময়ে এই দায়িত্ব পালন করেন, যখন নর্দার্ন আয়ারল্যান্ডে পুলিশের জবাবদিহি ও জনগণের আস্থা তৈরির জন্য নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত