leadT1ad

সপ্তম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৬: ২৬
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৭: ১৮
সপ্তম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা। স্ট্রিম ছবি

সপ্তম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আজ ৭ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই পদযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

রাজশাহী থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা নাটোরে এসে পৌঁছেছেন ।

এরপর এনসিপি নেতারা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে পাবনার উদ্দেশ্যে রওনা দেবেন। এইচএসসি পরীক্ষার কারণে এই পদযাত্রা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান নাটোরের এনসিপি নেতারা।

Ad 300x250

সম্পর্কিত