leadT1ad

রিকশাচালকের সঙ্গে বিতণ্ডা, ৬ পেট্রল বোমাসহ ভাড়াটে হামলাকারী আটক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১: ৪৮
গ্রেপ্তারের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে ৬টি পেট্রল বোমা ও একটি সামুরাইসহ ফেরদৌস নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তি ভাড়ায় পেট্রল বোমা নিক্ষেপের উদ্দেশ্যে বের হয়েছিলেন।

আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

র‍্যাব-২ এর মেজর মনজুরুল কবির পিয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটক ফেরদৌস ভাড়ায় পেট্রল বোমা তৈরি ও নিক্ষেপের সঙ্গে জড়িত। তিনিসহ চার থেকে পাঁচজনের একটি দল বসিলা ৪০ ফিট সংলগ্ন বেরিবাঁধ এলাকা থেকে একটি রিকশা ভাড়া করে বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করছিলেন।’

তিনি আরও জানান, রিকশার ভাড়া নিয়ে চালকের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এক পর্যায়ে দলটির একজন সদস্য একটি ধারালো সামুরাই বের করে রিকশাচালককে হুমকি দেয়। খবর পেয়ে র‍্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ফেরদৌস দৌড়াতে গিয়ে পড়ে যান। পরে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করে এবং তার কাছ থেকে ৬টি পেট্রল বোমা ও একটি সামুরাই উদ্ধার করে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত