leadT1ad

পরিত্যক্ত ঘরের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার টাকা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০: ৪১
পরিত্যক্ত ঘরের এক মাসের বিদ্যুৎ বিল এক লাখ ২৫ হাজার টাকা

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে একটি বাড়িতে কেউ থাকেন না। কেউ না থাকলেও ওই পরিত্যক্ত টিনের ঘরের মিটারে অক্টোবর মাসের বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ২৫ হাজার ৪০৭ টাকা। ‘যান্ত্রিক ত্রুটি’ কিংবা ‘অসাবধানতাবশত’ এমনটা হয়ে থাকতে পারে এ জানিয়েছেন পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম।

সোমবার (১০ নভেম্বর) পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা বিলের কাগজ বাড়িতে পৌঁছে দিলে বিষয়টি জানাজানি হয়।

পল্লী বিদ্যুৎ অফিসের অক্টোবর ২০২৫ মাসের বিলের কপিতে দেখা যায়, নোয়াপুর গ্রামের রেজু মিয়ার বিল প্রস্তুত করেন পল্লী বিদ্যুৎ অফিসের বিল প্রস্তুতকারী মিতা দাস। তিনি গত ২৫ অক্টোবর বিলটি প্রস্তুত করেন। আগামী ১৩ নভেম্বর পরিশোধের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে। এক মাসে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে এক লাখ ২৫ হাজার ৪০৭ টাকা।

বাড়ির মালিক রেজু মিয়া পরিবার নিয়ে পাঁচ বছর ধরে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তাঁর মিটার সংযোগ এখনো সচল রয়েছে।

রেজু মিয়ার ভাতিজা ইমাম হোসেন স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষক। তিনি স্ট্রিমকে বলেন, ‘মাঝে মাঝে সন্ধ্যায় শুধু একটি লাইট জ্বালানো হয়। ঘরের ভিতরে কোনো পাখা, ফ্রিজ বা অন্য বৈদ্যুতিক সংযোগ নেই। তবুও এক মাসে বিল এসেছে এক লাখ ২৫ হাজার ৪০৭ টাকা। বিল পাওয়ার পর জেঠাকে জানালে তিনিও হতবাক হয়ে যান।’

বিলের কপিতে দেখা যায়, রেজু মিয়ার মিটারে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৮ হাজার ৫ ইউনিট। এজিএম (অর্থ) বিলে স্বাক্ষর করেছেন। প্রতিবেশীরা জানান, ওই পরিবার পাঁচ বছর ধরে বাড়িতে থাকেন না। এরকম ‘ভুতুড়ে’ বিল পেয়ে তাঁরা ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিল প্রস্তুতকারী মিতা দাস বলেন, ‘সফটওয়্যার ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। বিলের কপি নিয়ে এলে ঠিক করে দেওয়া হবে। কাজ করতে গেলে একটু ভুল হতেই পারে।’

পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মো. সোহেল আকতার বলেন, ‘বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। যান্ত্রিক ত্রুটি অথবা অসাবধানতাবশত হতে পারে। বিল প্রস্তুতকারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

বিদ্যুৎ
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত