leadT1ad

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে জখম, আইন উপদেষ্টার নিন্দা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২১: ৩৩
আসিফ নজরুল। সংগৃহীত ছবি

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে আইন উপদেষ্টা এ নির্দেশ দেন। বিবৃতিতে জানানো হয়, নৃশংস এই হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং তাঁর স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিচার বিভাগের সব সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল উল্লেখ করেন।

Ad 300x250

সম্পর্কিত