.png)

স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো। আজ রোববার আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, জাতীয়তাবাদী ছাত্রদল ও প্রতিরোধ পর্ষদ প্যানেল।
আজ বেলা একটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘আমরা দেখতে পাই যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছেন বিভিন্ন পরিষদের নেতারা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। এখন এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। কাদেরকে গিফট দিচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলো সংযুক্ত করছে। যাতে ধর্ম নিয়ে, ধর্মকে নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে।’
এ সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়েছে প্রতিরোধ পর্ষদ। এর মধ্যে একটি দফা হলো, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি।
প্রতিপক্ষের প্রতি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও। আজ দুপুর সোয়া বারোটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোটের এজিএস প্রার্থী মহিউদ্দীন খান বলেন, ‘নির্বাচন কমিশনের যে নমনীয় আচরণ, সেই নমনীয় আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যানেল এবং কিছু প্রার্থীরা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। ফরমালি এবং ইনফরমালি আমরা জানিয়েছি কমিশনকে, যে সকল জায়গায় আচরণবিধিগুলো লঙ্ঘন হচ্ছে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করেছি যে তারা ত্বরিত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।’
প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ হোসেন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে, তাঁদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেয়।’
ছাত্রদলের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতি একই অভিযোগ করেছেন প্যানেলটির জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘গতকালকে (শনিবার) টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শোয়ের আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে। নির্বাচনী যে প্যানেলটি রয়েছে, তারা একপ্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে টিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে। খুব অ্যাট্রাক্টিভ (আকর্ষণীয়) নাম দিয়েছে--নারীদের জন্য গান। কিন্তু এ সকল অ্যাট্রাক্টিভ নাম দিয়ে তাঁরা এখানে সমাবেশ আয়োজন করছে। নির্বাচনী আচরণবিধির সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাব, অনতিবিলম্বে সকল প্রোগ্রামের কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারেন, তাহলে কারা করবে?’
এ সময় সাইবার বুলিংয়ের মাধ্যমে নারী প্রার্থীদের হেনস্তার অভিযোগও করেন তানভীর বারী হামিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো। আজ রোববার আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, জাতীয়তাবাদী ছাত্রদল ও প্রতিরোধ পর্ষদ প্যানেল।
আজ বেলা একটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘আমরা দেখতে পাই যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছেন বিভিন্ন পরিষদের নেতারা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। এখন এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। কাদেরকে গিফট দিচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলো সংযুক্ত করছে। যাতে ধর্ম নিয়ে, ধর্মকে নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে।’
এ সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়েছে প্রতিরোধ পর্ষদ। এর মধ্যে একটি দফা হলো, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি।
প্রতিপক্ষের প্রতি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও। আজ দুপুর সোয়া বারোটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোটের এজিএস প্রার্থী মহিউদ্দীন খান বলেন, ‘নির্বাচন কমিশনের যে নমনীয় আচরণ, সেই নমনীয় আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যানেল এবং কিছু প্রার্থীরা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। ফরমালি এবং ইনফরমালি আমরা জানিয়েছি কমিশনকে, যে সকল জায়গায় আচরণবিধিগুলো লঙ্ঘন হচ্ছে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করেছি যে তারা ত্বরিত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।’
প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ হোসেন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে, তাঁদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেয়।’
ছাত্রদলের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতি একই অভিযোগ করেছেন প্যানেলটির জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘গতকালকে (শনিবার) টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শোয়ের আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে। নির্বাচনী যে প্যানেলটি রয়েছে, তারা একপ্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে টিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে। খুব অ্যাট্রাক্টিভ (আকর্ষণীয়) নাম দিয়েছে--নারীদের জন্য গান। কিন্তু এ সকল অ্যাট্রাক্টিভ নাম দিয়ে তাঁরা এখানে সমাবেশ আয়োজন করছে। নির্বাচনী আচরণবিধির সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাব, অনতিবিলম্বে সকল প্রোগ্রামের কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারেন, তাহলে কারা করবে?’
এ সময় সাইবার বুলিংয়ের মাধ্যমে নারী প্রার্থীদের হেনস্তার অভিযোগও করেন তানভীর বারী হামিম।
.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারা যাওয়া বাসের চালক জুলহাস মিয়ার বাড়িতে বইছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকজান এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের মা-বোন ও স্ত্রীর কান্না যেন থামছেই না।
১৬ মিনিট আগে
আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। কিছু যাত্রীর মুঠোফোনও ঘেটে দেখছেন পুলিশ সদস্যরা।
৪২ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় শতাব্দী নামের একটি চলামান বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের চালক, সহযোগী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ আহত হননি। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে সনি মোড়ের রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি দেশব্যাপী যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন, মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’
২ ঘণ্টা আগে