leadT1ad

মেট্রোরেল লাইনে ‘ড্রোন’, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ২৩: ৪৪
মেট্রোরেল। ছবি: সংগৃহীত

উত্তরায় মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকায় প্রায় ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাতে খুদে বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি স্থানে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।

কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে রাত ৮টা ৪৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। ড্রোন সরানোর পর রাত ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার কারণে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত