leadT1ad

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী-ঢাকা রেলপথের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে শনিবার অবরোধ করেন শিক্ষার্থীরা স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রেলপথ অবরোধ করেছেন। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহী-ঢাকা রেলপথের বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে এ কর্মসূচি করেন তারা।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। আন্দোলনকারীরা ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচার ঠাঁই নাই’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘সময় চাই, সময় চাই, যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেন।

পরে সন্ধ্যায় রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে দুটি ট্রেন। হরিয়ান রেল স্টেশনেও দুটি ট্রেন আটকা পড়ে বলে জানা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য আমাদের মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এক হাজার ১০০ নম্বরের এই পরীক্ষা দুই মাসে প্রস্তুত করা সম্ভব নয়। এক মাস ধরে আমরা যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন করছি। কিন্তু পিএসসি একরোখা অবস্থানে রয়েছে।

এগ্রোনমি ও অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর। অথচ লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। ছাত্রশিবির, এনসিপি, ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠন আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে। তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না?

আরেক শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমরা কোনো অযৌক্তিক আন্দোলন করছি না। ইতিমধ্যে দেশের বিভিন্ন ছাত্রসংগঠন আমাদের দাবিকে সমর্থন দিয়েছে। কিন্তু পিএসসি কোনো পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

Ad 300x250

সম্পর্কিত